জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আওয়ামী লীগের ভুল রাজনীতি দেশকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে। রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র-ক্ষমতা সকল ক্ষেত্রেই এ ঝুঁকি বিদ্যমান। রাষ্ট্রীয় ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠান থেকে শুরু করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সব কিছুরই নৈতিক অধ:পতন ঘটেছে। ইতিমধ্যে নির্বাচন ব্যবস্থা যতটুকু ছিল তাও ভেঙ্গে পড়েছে। দেশের জনগণ আজ ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বঞ্চিত এক ধরনের ক্রীতদাসে পরিনত হয়েছে।
আ স ম রব মঙ্গলবার বিকেলে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জেএসডি’র কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন উন্মাদনায় দেশের জমি-নদী-বন ও ব্যাংক সব কিছু উজাড় হয়ে যাচ্ছে। অথচ কোটি কোটি বেকারের কর্মসংস্থানের কোন ব্যবস্থা হচ্ছে না। জেএসডি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। বিদ্যমান ব্যবস্থায় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে ১৬ কোটি মানুষের চাহিদা পুরণ করা সম্ভব নয়। এজন্য দেশের রাজনীতি, রাষ্ট্র-ব্যবস্থাপনা ও সংবিধান পরিবর্তন করে দেশে পার্লামেন্টের উচ্চ কক্ষ, প্রাদেশিক ব্যবস্থা, স্ব-শাসিত স্থানীয় সরকার, উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট ও জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন সহ জেএসডি’র ১০ দফা বাস্তবায়ন করতে হবে। একমাত্র এ কর্মসূচীর ভিত্তিতে ব্যাপক গণ-আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই রাষ্ট্রকে ঝুঁকিমুক্ত করে কাংখিত গনতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নেয়া সম্ভব।
স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব নোয়াখালীতে তাঁর রাজনীতির প্রথম জীবনের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারন করে বলেন, এখানেই স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খানের সাথে আমার দেখা হয় এবং নিউক্লিয়াসে যোগদান করে স্বাধীনতার শপথ গ্রহণ করি।
বিশেষ অতিথির ভাষণে জেএসডি সাধারন সম্পাদক আবদুল মালেক রতন বলেন, সরকার ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার করতে চাচ্ছেন তা অবশ্যই অভিনন্দনযোগ্য। তবে আজকে এ বিচার অনুষ্ঠান যত কঠিন হবে স্বাধীনতা পরবর্তীতে তাদেরকে আমাদের হাত থেকে পাকিস্তানে ফেরৎ না পাঠানো হলে তা অনেক সহজ হতো।
জেলা জেএসডি’র আহবায়ক আবদুল জলিল চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য শহীদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেএসডি কেন্দ্রিয় কমিটির সদস্য সিমেস তানিয়া রব, অ্যাডভোকেট কাউসার নিয়াজী, নুর রহমান চেয়ারম্যান, আনোয়ারুল করিম মানিক, সুলতান আহমেদ চেয়ারম্যান, আবুল কাশেম পাটোয়ারী, মোহাম্মদ উল্লাহ, আমিনুর রসুল দুলাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন