বগুড়ার নন্দীগ্রামে ২৫০ বস্তা আতব ধানসহ ট্রাক ছিনতাই হয়েছে। পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করতে পারলেও ধান উদ্ধার করতে পারেনি।
গতকাল সোমবার রাতে ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটে।
ধানের মালিক আল-মামুন জানান, নাটোর সিংড়া থেলকুর বাজার থেকে ২৫০ বস্তা আতব ধান নিয়ে একটি ট্রাক চাঁপাই নবাবগঞ্জ যাবার পথে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালীগঞ্জ সড়কের নামুইট এলাকায় ১০/১২ জন সন্ত্রাসী রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামায়। এরপর ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে ফেলে রেখে ধান বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পুলিশকে জানানোর পর পুলিশ বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ধানের কোনো সন্ধান মিলেনি।
নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া ধান উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন