উত্তরাঞ্চলের নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকার জামালগঞ্জ নামক স্থানে কয়লা খনিতে গ্যাসের সন্ধানে কাজ শুরু করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন- পেট্রোবাংলা। ফিজিবিলিটি স্টাডি ফর দি এক্সট্রানশন অফ কোল বেড মিথেন (সিবিএম) এ্যাট জামালগঞ্জ কোল ফিল্ড প্রকল্প এই প্রকল্পের আওতায় কাজ করছে পেট্রোবাংলা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে খনির সিবিএম কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার বিপরীতে বর্তমান সরকার বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় জামালগঞ্জ কয়লা খনির কাজ শুরু করা হলো। অনুষ্ঠানে আগামী এক বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলা, জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়সহ জয়পুরহাট জেলা প্রশাসনের কর্মকর্তা, সুধীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬২ সালে এক ভূ-তাত্ত্বিক জরিপে জামালগঞ্জে কয়লা খনির সন্ধান পাওয়া যায়। জরিপে বলা হয় এটিই দেশের সবচেয়ে বড় কয়লা খনি। উত্তরাঞ্চলের জয়পুরহাট ও নওগাঁ জেলার প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এ খনিতে রয়েছে প্রায় ১ হাজার ৫০ বিলিয়ন টন কয়লা। এদিকে জামালগঞ্জ কয়লা খনিতে গ্যাস উত্তোলনের প্রস্তুতির কাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুশি।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন