গাইবান্ধা জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিমকি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রিমকি ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অজান্তে হঠাৎ পানিতে পড়ে যায় রিমকি। পরে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুরজামান রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন