বাগেরহাটের মোরেলগঞ্জে এবার স্বেচ্ছাসেবকলীগের এক নেতার হাত ভেঙ্গে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ৫ দিন পূর্বে ওয়ার্ড আওয়ামী লীগ সখাপতি সেলিম হাওলাদারকে পিটিয়ে পা ভেঙ্গে দেয় যুবলীগের কর্মীরা।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ শেখ (৪৫)’র ওপর হামলা করে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের কতিপয় কর্মী। হামলাকারীরা নুর মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয়। নুর মোহাম্মদ বাইনতলা গ্রামের সত্তার শেখের ছেলে। ঘটনার সময় সে মাদরাসা বাজার থেকে বাড়ি ফিরছিল। রাতে তাকে উদ্ধার করে প্রথমে মংলা ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খান হাসিবুর রহমান, হালিম হাওলাদারসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামল দায়ের করেছেন নুর মোহাম্মদের স্ত্রী সেলিনা আক্তার। ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ