সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের হয়রানির প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে সিএন্ডএফ এজেন্ট অ্যাাসোসিয়েশন। ফলে সকাল থেকেই বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ রয়েছে। অ্যাাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুর রহমান টানু বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বন্দরে বিজিবি সদস্যরা আমদানিকৃত পণ্য ছাড়ে সহায়তা করলেও কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে হয়রানি করছে। এর প্রতিবাদেই সিএন্ডএফ এজেন্টরা আজ বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে। অপরদিকে ভারতের মোহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান, সোনামসজিদ স্থলবন্দরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পণ্যবাহী ট্রাকের প্রবেশ বন্ধ থাকায় মোহদিপুর স্থলবন্দরে ফল ও পেয়াঁজসহ প্রায় দেড়হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।
এদিকে, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন'র সাধারণ সম্পাদক শফিকুর রহমান টানু জানান, কাস্টমসের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ