একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির ও ঘাতক বদর কমান্ডার মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে দুপুরে বাগেরহাট জেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শহরে আনন্দ মিছিল বের করে।
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে রেল রোডের বাদল চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক নকীব নজীবুল হক নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনোয়ার হোসেন টগর, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সরদার বদিউজ্জামান, তাতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ান আল ওশান, সরকারী পি.সি কলেজ ভিপি সরদার ইয়াসির আরাফাত নোমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঘাতক বদর কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখা রাখার মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই দ্রুত এই রায়কে কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার পাশাপাশি যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ