বগুড়ার মহাস্থানগড়ে স্বর্ণের দোকানের শার্টার এবং তালা কেটে নগদ টাকা ও ৭২ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোরেরা। আজ বুধবার সকালে দোকান মালিক কর্মচারীরা এসে দোকানের শার্টার, ক্লাপসিবল গেট ভাঙ্গা দেখতে পায়। পরে দোকন ঘরের ভিতরে গিয়ে দুটি সিন্দুক থেকে স্বর্ণলংকার ও কিছু নগদ টাকা চুরির ঘটনা জানতে পারে।
জানা যায়, বগুড়ার সদরের ও শিবগঞ্জ থানার সীমান্ত এলাকা মহাস্থানগড়ের পাশে বগুড়া রংপুর মহাসড়কের আপন জুয়েলার্স নাম দিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিল আজিজুল হক। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ব্যবসা শেষে স্বর্ণের দোকান বন্ধ করে চলে যায় সে। রাতের কোনো এক সময় চোরেরা স্বর্ণের দোকানের ক্লাপসিবল গেট, শার্টার ও তালা কেটে ৭২ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। লুট করে নিয়ে যাওয়ার সময় চোরেরা দোকানের গেটে আবারো তালা লাগিয়ে দিয়ে যায়। বুধবার দোকান খুলতে এসে চুরির ঘটনাটি জানতে পারে দোকানের মালিক কর্মচারীরা।
আপন জুয়েলার্সের কর্মচারী হোসেন আলী জানান, প্রায় ৭২ ভরি স্বর্ণলংকার ও প্রায় ১ লাখ টাকা ছিল দুটি সিন্দুকে। চোরেরা সে সব মালামাল নিয়ে গেছে। যাওয়ার সময় গেটে আবার তালা দিয়ে গেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হবে।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ