মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আলেখা বেগম (৪৫) নামে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ বুধবার বিকেলে উপজেলার পাঁচগ্রাও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে পাঁচগ্রাম গ্রামের এম এস জে দাখিল মাদ্রাসার পুকুরের মাটি কাটা নিয়ে মাদ্রাসার সভাপতি সাবেক মেম্বর বশির মিয়ার সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল হান্নানের সঙ্গে কথা কাটাকাটি হয়।
ওই বিরোধের জের ধরে বুধবার বিকেলে বশির মিয়া তার লোকজন নিয়ে আব্দুল হান্নানের বাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুল হান্নানের খালা আলেখা বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের ধারালো দা’র আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন