চট্টগ্রামের গভীর সাগরে একটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। চালানটি এ যাবৎকালের র্যাবের সবচেয়ে বড় অভিযান।
আজ বুধবার ভোররাতে পরিচালিত এ অভিযানে ট্রলারসহ ট্রলারের মালিকসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- জয়নাল আবেদিন, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ রবিউল আলম, আব্দুস সালাম, মোহাম্মদ শফিক, আব্দুর রহিম বার্মা, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মামুন।
বিকেলে পতেঙ্গায় র্যাব-৭ এর হেডকোয়ার্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধে সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় সম্প্রতি পাচারকারী চক্রটি সমুদ্রপথকেই বেচে নিয়েছে নিরাপদ রুট হিসেবে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকার এফবি ইমন নামে ফিশিং ট্রলার থেকে ১০ লক্ষ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং চট্টগ্রাম নগরী থেকে আরো ৪ জন কে গ্রেফতার করা হয়। এ ইয়াবা চালানোর হোতা মফিজকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে র্যাব।
আটককৃতরা জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দশ দিনে তারা দুই চালানে ১৪ লক্ষ ইয়াবা চালান চট্টগ্রামে নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন