সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গোলাম রসুল সরদার (২১) নামে এক দস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ডের একটি দল।
আজ বুধবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার জেলেপল্লীর নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ২৭ রাউন্ড তাজা গুলি এবং ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম রসুল সুন্দরবনের দস্যু ‘শান্ত বাহিনী’র অন্যতম সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে। তিনি খুলনার দাকোপ উপজেলার কাটাবুনিয়া-মৌখালী এলাকার শামীম সরদারের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লে. কমান্ডার এসএম ফজলুল করিম জানান, গোলাম রসুলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন