মাদারীপুর শিক্ষা প্রকৌশল বিভাগের শরিয়তপুরের ডামুড্ডা ইমামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মডেল প্রকল্পের ১ কোটি ৪০ লাখ টাকার কাজের টেন্ডার জমাদানে ছাত্রলীগ-যুবলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুর ১টা ছিল টেন্ডার জমাদানের শেষ সময়। এর আগে টেন্ডারে অংশগ্রহণকারীদের নিয়ে সমঝোতায় বসে আওয়ামী লীগপন্থী বেশ কয়েকজন ঠিকাদার ও তাদের সমর্থকরা। কিন্তু ঠিকাদারদের সমঝোতা শেষ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছায় তড়িঘড়ি করে দুটি টেন্ডার ১ টার পূর্বেই বাক্সে ফেলে দেয় দু’জন ঠিকাদার।
ঠিকাদারদের অভিযোগ, নেগোসিয়েশন না হওয়ায় অন্যন্য ঠিকাদাররা টেন্ডার বাক্সে ফেলতে গেলে স্থানীয় প্রভাবশালী ছাত্রলীগ ও যুবলীগ নেতারা বাধা প্রদান করে।
এসময় অফিসে দায়িত্বরত পুলিশ নীরব ভূমিকা পালন করে। এ নিয়ে ঠিকাদার প্রতিনিধিদের সঙ্গে নির্বাহী প্রকৌশলির বাকবিতণ্ডাও হয়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক এসআই বলেন, ‘সব সরকারদলীয় লোকজন, আমরা কী করতে পারি?’
মাদারীপুর শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম আক্তারুজ্জামান টেন্ডার ড্রপের শেষ মুহূর্তে বাধা বা বিশৃঙ্খলার কথা স্বীকার করে জানান, ‘টেন্ডার জমাদানের শেষ মুহূর্তে বাধার সৃষ্টি হওয়ায় কয়েকজন ঠিকাদার টেন্ডার বাক্সে ফেলতে পারেননি। তিনি আরো জানান, বিষয়টি বিভাগীয় প্রধান প্রকৌশলীকে ফোনে জানানো হয়েছে যে টেন্ডারটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত দিবেন।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ