রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদ হোসেন (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী নওদাপাড়া বড় বনগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে।
নিহত মাসুদ নওদাপাড়া এলাকার বশিরাবাদ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ট্রাকটি কাশিয়াডাঙ্গার দিক থেকে সিটি বাইপাস রোড হয়ে বেলপুকুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে মাসুদ নওদাপাড়া বাজার থেকে কেনাকাটা করে সাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এ সময় দ্রুতগামী ট্রাকটি মাসুদকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন