দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের আমবাড়ী বাজারে বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই দু’টি ট্রাক নদীতে পড়ে গেছে।
বুধবার রাত সোয়া ১১টার দিকে পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারের পাশে ছোট যমুনা নদীর উপরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি। তবে, দুর্ঘটনার পর দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার স্থলে উপস্থিত পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি পঞ্চগড় থেকে পাথর নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলো।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন