জামায়াতের ডাকে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালে বড় বড় কয়েকটি মার্কেট বন্ধ থাকলেও অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় যানবাহন চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা খোলা রয়েছে। সোনামসজিদ স্থলবন্দরে সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। হরতালের পক্ষে কোন মিছিল বা পিকেটিং দেখা যায়নি। পুলিশ ও র্যাবের টহল রয়েছে লক্ষ্যণীয়।
আপিল বিভাগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা