মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধা হরতাল ঢিলেঢালাভাবে চলছে সাভার আশুলিয়া ও ধামরইয়ে। হরতালের সমর্থনে কোথায় কোন মিছিল মিটিং বা পিকিটিং এর ঘটনা ঘটেনি। তবে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে পিকেটিংয়ের চেষ্টার অভিযোগে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
সকাল থেকেই ঢাকা আরিচা, আব্দুল্লাপুর-বাইপাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে সীমিত সংখ্যক দূর পাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি লোকাল বাস ও সিএনজি অটোরিক্সা চলাচল রয়েছে স্বাভাবিক রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা চালু রয়েছে।
এদিকে,সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজার থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাব-উদ্দিন মাদবরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল থেকে এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবিলম্বে জামায়াতের আমির মতিউর রহমান নিজামির ফাঁসির রায় কার্যকার ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ দাবি জানান সরকারের কাছে।
অন্যদিকে, সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুর করার সময় এক গার্মেন্টস শ্রমিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
হরতালে যেকোন ধরনের নাশকতা এড়াতে সাভার আশুলিয়া ও ধামরাইর বিভিন্ন গুরুপুর্ণ মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।মহাসড়কে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান গাড়ি।হরতালে মহাসড়কে যানচলাল স্বাভাবিক রয়েছে। হরতাল সমর্থনকারীদের যে কোন ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান ও সাজোয়াযান প্রস্তুত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা