মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পিএস ইলিয়াস হোসেনের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাতে তার উপর দুর্বৃত্তরা হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে মনোনয়ন দেয় এনায়েত হোসেনকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ। সবুজের পক্ষে নির্বাচনী কাজ করছিল ইলিয়াস। এই ঘটনার জের ধরেই বুধবার রাতে কালকিনি থানার পেছনে ইলিয়াস ও মেয়র প্রার্থী সবুজের ড্রাইভার লিটনের উপর হামলা করে দুর্বৃত্তরা। আহতদের কালকিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, এনায়েতের লোকজনই আমার কর্মী সমর্থকদের উপর হামলা করেছে। আমি বিষয়টি পুলিশ সুপার ও রির্টানিং অফিসারকে জানিয়েছি। উল্লেখ্য মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন