যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। আজ ভোর থেকেই অন্যান্য দিনের মতো মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে আন্তজেলা পরিবহনসহ সকল ধরণের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মত শহরের সকল দোকানপাট খোলা রয়েছে। অফিস আদালতের কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে।
এদিকে, হরতালের পক্ষে কোনো মিছিল মিটিং বা পিকেটিং খবর পাওয়া যায়নি।
উলেখ্য, বুধবার সকালে সুপ্রিম কোটের আপিল বিভাগ মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় দলটি।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা