নাটোরের বড়াইগ্রাম উপজেলার সর্বত্র গরু চোরের উপদ্রব বেড়ে গেছে। উপজেলার কয়েন গ্রামে বুধবার রাতে চারটি গরু চুরি হয়েছে। তাদের মধ্যে বিশু প্রামানিকের দু'টি, আসলাম আলীর একটি ও নজরুল ইসলামের একটি গরু চুরি হয়। রাতের কোন এক সময় গোয়াল ঘরের তালা ও বেড়া ভেঙে গরুগুলো চুরি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, শীত মৌসুমে গরু চোরের উপদ্রব বেড়ে গেছে। রাতে কৃষকদের বা গরুর মালিকদের ঘুম হারাম হয়ে গেছে। অনেক বাড়িতে পরিবারের সদস্যরা রাত জেগে পর্যায়ক্রমে গরু পাহারা দিচ্ছে। আবার কেউ কেউ রাতে গরু গোয়াল ঘরে না রেখে নিজের শোবার ঘরের এক কোণায় বেঁধে রাখছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাতে গরু চোরের দল উপজেলার কয়েন গ্রামের তোরাপ আলীর একটি, সাদ্দাম আলীর একটি, মকিমপুর গ্রামের হানিফ আলীর একটি আব্দুল মজিদের দু'টি এবং মসিন্দা গ্রামের আবুল হোসেনের দু'টি গরু চুরি করে নাটোর-পাবনা মহাসড়কের পাশে অবস্থিত কয়েন গ্রামের ইজাহার উদ্দিনের মেহগনির বাগানে বেঁধে রাখে। বাগানটির কয়েক গজ দুরেই ছিল সড়কে টহলরত পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর দল গরুগুলোকে রেখে পালিয়ে যায়।
এর অাগে ১ ডিসেম্বরে কয়েন গ্রামের আমির হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙে চোর দল পাঁচটি গরু চুরি করে। উপজেলার সব গ্রামেই এখন গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ