রূপগঞ্জে ভালোবাসার সংসারে মামলা দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় প্রেমিক-প্রেমিকা আত্মহত্যার পথ বেছে নিবে বলে হুমকি পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ভোলাব এলাকায়।
জানা যায়, চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বদলপুরা এলাকার আব্দুল বারেকের ছেলে কায়সারের সঙ্গে একই এলাকার আইয়ুব আলীর মেয়ে আমরিন ঈশিতার সঙ্গে ৩ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক জানাজানি হলে প্রেমিক-প্রেমিকা উভয়ই পারিবারিকভাবে ব্যাপক নির্যাতনের স্বীকার হয়। এক পর্যায়ে গত জানুয়ারি মাসে তারা বাড়ি থেকে পালিয়ে রূপগঞ্জে এসে বিয়ে করে। বিয়ের পর তারা সুখে ঘর-সংসার করছে বলে প্রেমিক প্রেমিকা উভয়ে জানিয়েছে। তারা বাড়ি থেকে পালানোর পর আমরিনের পরিবার তার স্বামী কায়সার ও তার মা রহিমা খাতুন, বাবা আব্দুল বারেক, ভাই আফসার এবং অজ্ঞাত বন্ধুদের নামে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। মামলায় তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। অপহরণের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরিন তার পরিবারকে অনেকবার অনুরোধও জানিয়েছে।
আমরিনের পরিবার মামলা প্রত্যাহার না করলে তারা দুজন আত্মহত্যার পথ বেছে নিবে বলে এ প্রতিবেদককে জানিয়েছে। মামলায় হয়রানির কারণে সুখের সংসারে তারা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা