হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুলাহ হাবিব ওরফে রাজকে (৪০) একটি রিভালবার ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল হাসান জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাবিবুল্লাহ পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার মো. আব্দুল রশিদের ছেলে।
হাবিব পাবনা শহরের পাথরতলার আলোচিত আতিকুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার নামে পাবনা, ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা