ঝিনাইদহ সদর উপজেলার বেলেখাল বাজারে বৃহস্পতিবার বিকালে ছুরিকাঘাতে ছমির উদ্দিন খাজা (৮০) নামে এক হোমিও চিকিৎসককে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত ছমিরউদ্দিন সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামের মৃত কেরামত মণ্ডলের ছেলে।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ছমিরউদ্দিন বেলেখাল বাজারে তার হোমিওপ্যাথি ওষুধের দোকানে বসে ছিলেন। বিকাল ৩টার দিকে তার চেম্বারে এক রোগী ওষুধ নিতে আসে। বারবার ডাকার পরে কোন সাড়া না দিলে গায়ে হাত দেয়ামাত্রই চেয়ার থেকে তিনি পড়ে যান। দেখা যায় তার শরীরের ৩টি জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। পরে বাজারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ছমির উদ্দিন নিরীহ প্রকৃতি লোক ছিল। সম্প্রতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এলাকার সভাপতি নির্বাচিত হন। গোপনে এলাকার মানুষের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আসছিলেন। এ কারণে কেউ তাকে করতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা