সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী নওশের আলী মাস্টার (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে উপজেলার খাস-পুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন টাঙ্গাইল জেলার নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালীতে পাক-হানাহার বাহিনীর বিরুদ্ধে সন্মুখযুদ্ধে অংশ নেন। দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ