দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের বাগেরহাট স্টাফ করেসপন্ডেন্ট সরদার ইনজামামুল হক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট সদর হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি করা হলেও সন্ধ্যা ৭টার দিকে তার জ্ঞান ফেরে।
এর আগে, বুধবার রাতে ঢাকা থেকে দোলা পরিবহনযোগে বাগেরহাট যাওয়ার পথে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। এ সময় অজ্ঞানপার্টির লোকজন তার সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ নিয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, সাংবাদিক ইনজামাম ঢাকার সায়েদাবাদ থেকে বুধবার রাতে বাগেরহাট-পিরোজপুরগামী দোলা পরিবহনে করে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। পরিবহনটি বাগেরহাট পার হয়ে পিরোজপুর পৌঁছার পর তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আবার বাগেরহাট বাস টার্মিনালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে পরিবারের সদস্যরা বুধবার সকালে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব