নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এবং সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা খাতুনের নেতৃত্বে সোনাইমুড়ী থানাধীন ভানুয়াই গ্রাম থেকে মো. ইয়াছিন (২৫) নামে একজন গাঁজা ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিনকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইয়াছিন দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল বলে এলাকার জনসাধারণের অভিযোগ ছিল।
মাদক ব্যবসায়ীদের মধ্যে ভীতি সঞ্চার, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও যুব সমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান জেলার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব