মুন্সীগঞ্জে গোমতী নদীতে ভাসমান অবস্থায় দুই বছরের একটি জীবিত শিশুকে উদ্বার করা হয়েছে। জেলার গজারিয়া এলাকার গোমতী নদীতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাছ ধরার সময় জেলেদের জালে আটকা পড়ে শিশুটি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, কে বা কারা বৃহস্পতিবার দুই বছরের শিশুটিকে গোমতী সেতুর উপর থেকে নদীতে ফেলে চলে যায়। বেলা ১২টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় জালে এসে শিশুটি আটকা পড়ে। এ সময় জেলেরা শিশুটি জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের নিঃসন্তান দম্পতি শিল্পি বেগম ও তার স্বামীর হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ