চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আকন্দবাড়িয়া বটতলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেলের দুই আরোহী ও পাঁচ বাস যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল দামুড়হুদার জয়নগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
আহতরা হলেন, মটরসাইকেল আরোহী আসিফ হোসেন (২০) ও সজিব হোসেন (২৬), বাসের হেলপার আব্দুল বারেক (৩৬), বাসযাত্রী টুটুল হোসেন (২৬), আব্দুল মতিন (৪৪), তার স্ত্রী সাজেদা বেগম (৪০) ও কালাম মিয়া (৪৬)।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত হোসেন জানান, বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আকন্দবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জীবননগরের দিক থেকে যাত্রীবাহি বাসটি আসছিল এবং বিপরীত দিক থেকে যাচ্ছিল একটি মটরসাইকেল। ঘটনাস্থলে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস চালক বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে বাসের একটি চাকা খুলে চলে যায় এবং বাসটি মটরসাইকেলটিকে পিষ্ট করে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পরপরই এলাকার লোকজন আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ