পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রী এক কিশোরীকে ধর্ষণ ও আরেক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ দুই ঘটনায় অভিযুক্ত দুই বখাটেকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার রাতেই এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে, ধর্ষণের শিকার ওই কিশোরীকে পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
আটক দুই বখাটেরা হলো নিজামিয়া গ্রামের আ. হক মোল্লার ছেলে আল আমিন(২০) ও নলী চান্দুখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে তরিকুল ইসলাম(২১)।
জানা যায়, উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের বাসিন্দা এক দিন মজুরের মেয়ে মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে বুধবার সন্ধ্যায় প্রতিবেশী বখাটে আল আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে ঘরের পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় আল আমিনের মোবাইল ফোন বেজে উঠলে স্থানীয়রা এসে আল আমিনকে আটক করে।
অপরদিকে, উপজেলা নলী চান্দুখালী গ্রামের পিতৃহীন এক কিশোরীকে বুধবার রাতে ঘরের বারান্দায় ঢুকে প্রতিবেশী তরিকুল ইসলাম নামের এক বখাটে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর মা এসে বখাটেকে হাতে-নাতে আটক করে।
দুই কিশোরীকে নির্যাতনের ঘটনায় তাদের দুজনের মা বাদী হয়ে থানায় দুই বখাটেকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করলে পুলিশ দুই বখাটেকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুই কিশোরীকে নির্যাতনের ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। থানায় পৃথক মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব