ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ