কালকিনি পৌরসভা নির্বাচনে প্রতিহিংসার জের ধরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রাখা একটি প্রতীকী নৌকা রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করলেও এটি সাজানো বলে দাবি করেছেন মশিউর রহমান সবুজ। বিষয়টি নিয়ে উপজেলার সর্বত্র ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, ''স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজের সমর্থকরা আমাদের প্রতীকী নৌকায় অগ্নিসংযোগ করেছে। আর এ ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছে।''
অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, ''মূলত আমার কর্মীদের হয়রানী করতে এ ঘটনা সাজানো হয়েছে।''
এ ব্যাপারে থানার চার্জে থাকা ওসি তদন্ত মো. ইদ্রিস আলী বলেন, ''খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।''
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ