রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে প্রায় ৪০জন আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাঙামাটি শহরের প্রবেশ মুখ রেডিও সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে রাঙামাটি থেকে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহনের একটি বাস রেডিও সেন্টার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুঠে এসে ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করা শুরু করে। খবর পেয়ে ছুঠে আসে স্থানীয় প্রশাসনের সদস্যরা। গুরুতর আহত ১৯ জনকে রাঙামাটি হাসপাতালে ও ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে সড়ক দুর্ঘটনার কথা শুনে আহতদের দেখতে যান রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন