সিরাজগঞ্জের তাড়াশে চালককে হত্যা পর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ঘাতক মাহাবুবুর রহমান প্রামানিককে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার তুলশী হরিপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে তুলশী হরিপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার জানান, ২৬ ডিসেম্বর রাতে আটক মাহাববুরসহ কয়েক যুবক তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্নঘোষ গ্রামের জহুরুল ইসলামকে হত্যার পর মাঠের মধ্যে লাশ ফেলে রেখে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জহুরুলের স্বজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তিসহ তদন্তের পর ঘটনার সাথে মাহাবুবের জড়িত থাকার বিষয়টি জানা যায়। আটকে পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাবুব হত্যা ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলেও এই উপ-পরিদর্শক জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন