নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে পারলা এলাকায় একটি লেপ তোষক এবং তোলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লাখ দুই লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের সময় শাহীনুর ইসলামের তুলার দোকানে সট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে লেপ তোষকের দোকান ঘেষা অন্যান্য স্থাপনা বা কোন দোকনপাট না থাকায় তেমন ক্ষতিগ্রস্থ হয়নি। সেই সাথে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিক শাহীনুর ইসলাম।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন