বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংলগ্ন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকোপার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় প্রায় ৫’শ মিটার এলাকার ছোনক্ষেতসহ ছোট-বড় গাছ-পালা পুড়ে গেছে।
আজ শুক্রবার বিকেলে সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ও পুলিশ একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করে। খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, ইকোপার্কের গেটের উত্তর পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে প্রায় ৫শ’ মিটার অঞ্চল জুড়ে ছোনের ক্ষেত ও ছোট গাছ-গাছালি পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে দর্শনার্থীদের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে এ আগুনের সুত্রপাত্র হয়েছে।
ইকোপার্কের দায়িত্বরত বনভিাগের কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন