নোয়াখালী সদর উপজেলার ওবায়েদুল্ল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) গত ১৯ ডিসেম্বর অপহরণের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম রোমেল ওই যুবককে আটক করেছে পুলিশ। আগামীকাল শনিবার ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় ভিকটিমের মাতা রোকেয়া বেগম বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেছেন। মামলায় গত ১৯ দিন মাইজদী হাউজিংয়ের একটি বাসায় আটক করে রেখে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার এবং ওই যুবককে আটক করে শুক্রবার জেল হাজতে পাঠিয়েছে।
এ ব্যাপারে ভিকটিমের মাতা রোকেয়া বেগম জানান, অপহরণের পর ভিকটিমকে গত ১৯ দিন হাউজিং একটি বাসায় আটক করে রাখে এবং বিয়ের প্রলোভনে ওই যুবক তাকে ধর্ষণ করে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে, স্থানীয় একটি সূত্র জানায়, প্রেমের সূত্র ধরে তারা পালিয়ে ওই বাসায় আশ্রয় নিয়েছিল।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব