মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলে ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে। ফাটল ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে হলটির আবাসিক শিক্ষার্থীরা।
হলের ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে ৯ জানুয়ারী থেকে ১৩ জানয়ারী পর্যন্ত ঐ হল ও ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অন্যান্য হল ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয় হয়।
গত সোমবার ভোরে সারা দেশের মতো বিশ্ববিদ্যালয় এলাকাতেও ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলে ফাটল শুরু হয়। নিরাপত্তা ও জীবনের ঝুকি মনে করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছে হলটির মেয়েরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শহীদ জননী জাহানারা ইমাম হলের কয়েকজন ছাত্রী বলেন, আমরা ভয়ে ঘুমাতে পারছি না। হলের ফাটল ক্রমান্বয়ে বাড়ছে। কয়েকটি রুমের মেঝে দেবে গেছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা ও ফাটল মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, ভবটিতে সামান্য ফাটল দেখা দিয়েছে। মেয়েরা নিরাপত্তা ঝুকি মনে করায় এবং থাকার বিকল্প ব্যবস্থা না থাকায় হলটি কয়েক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতি দ্রুত বিশেষজ্ঞ দ্বারা ভবনটির সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা সস্পন্ন করে হলটি খুলে দেয়া হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ আবু তালেব বলেন, ভবটির ফ্রেম স্ট্রাকচারে কোন ফাটল দেখা দেয়নি। শুধুমাত্র নন-স্ট্রাকরাল জায়গায় সামান্য ফাটল ধরেছে। ভবনটির বীম ও কলাম ক্ষতিগ্রস্থ হয়নি। এতে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার কোন সম্ভাবনা নেই। বিষয়টি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন