বগুড়ার গাবতলীতে জানালার সানশেডে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লাঠিগঞ্জ এলাকার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়ার ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বকুলের কন্যা রোসনি (১১) ও রিস্তা (৪)।
এলাকাবাসী জাানান, সোনালী ব্যাংক লিমিটেড বগুড়া শহরের কানছগাড়ী শাখার ক্যাশিয়ার রফিকুল ইসলাম বকুলের দুই কন্যা রিস্তা ও রোসনি শুক্রবার গাবতলী উপজেলার লাঠিগঞ্জ এলাকার সুলতানপুর গ্রামের এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুপুরে একটি গাছ থেকে বরই পাড়তে এক যুবক পাশ্ববর্তী বাড়ির পাকা ভবনের জানালার ছাদে (সানশেড) ওঠে। এসময় ওই সানশেড ধ্বসে নিচে পড়লে সেখানে দাঁড়িয়ে থাকা রিস্তা ও রোসনি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় রিস্তা। এরপর গুরুতর আহত অবস্থায় রোসনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে টাঙ্গাইলে মারা যায়।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব