শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ মিয়া (১১) শহরের উত্তর গৌরীপুর মহল্লার আবু বকরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে শ্রীবরদী থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক ঢাকার দিকে যাওয়ার পথে শহরের খোয়ারপাড় লিখন সিনেমা হলের কাছে রাস্তা পারাপারের সময় স্কুলছাত্র জুনাইদকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়রা পরে রাস্তায় ব্যারিকেড দেয় এবং গাড়ি ভাঙচুর করে। এ সময় প্রায় এক ঘণ্টা শেরপুর-শ্রীবরদী সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন