আজ শনিবার সকালে সাভারের হেমায়েতপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ব্যক্তিকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, শ্যামলি পরিবহনের মালিক আপন দুই ভাই রমেন্দ চন্দ্র ঘোষ ও গনেশ চন্দ্র ঘোষের মধ্যে দীর্ঘ দিন ধরে ব্যবসার দ্বন্দ্বের জের চলে আসছিল। এসময় ব্যবসার দ্বন্দ্বের জের ধরে গত তিন জানুয়ারি রমেন্দ্র চন্দ্র ঘোষের লোক শ্যামলি পরিবহনের ইঞ্জিন মিস্ত্রি আসিফ সরদার রতন মিয়াকে অপহরণ করেন আপন ভাই গনেশ চন্দ্র ঘোষের শ্যালক শীর্ষ সন্ত্রাসী স্বষ্টি ঘোষ। পরে ইঞ্জিন মিস্ত্রি রতন মিয়ার পরিবার সাভার মডেল থানায় অপহরন মামলা করলে পুলিশ এন আর সিএনজি ফিলিং ষ্টশনে দুই জনকে আটক করে।পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গত রাতে সিএনজি স্টেশনের পিছনে গিয়ে ময়লার স্তুপ থেকে তার লাশ উদ্ধার করে। অপহরণ করার পরে তাকে হত্যা করে চোখ উপড়ে ফেলে ও হাত কেটে বলিয়ারপুর এলাকার শ্যামলী গ্রুপের এন আর সিএনজি স্টেশনের পিছনে ময়লার স্তূপে সাত গাড়ি বালু দিয়ে পুতিয়ে রাখে। পরে তার লাশ উদ্ধার করার পরে শ্যামলি পরিবহনের অন্য কর্মচারীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শ্যামলি পরিবহনের বেশ কয়েকটি গাড়ি ও এন এর সিএনজি পাম্প ভাঙচুর করে। পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় ওই ইঞ্জিন মিস্ত্রিকে হত্যার সাথে জড়িত সন্দেহ হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেম, লুত্ফর রহমান, নুকুল, আশরাফুল আজীম, খায়রুল বাশার, পচা ঘোষসহ ছয় জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
এদিকে, এই হত্যাকাণ্ডের মুল হোতা সাভারের শীর্ষ সন্ত্রাসী স্বষ্টি ঘোষ সাভার থানা রোড এলাকায় নিজ বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছেন। সারারাত তাকে সাভারের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করতে পারেনি। আটককৃত ছয়জনকে দুপুরে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘৬ দিন ধরে ওই অপহরণকারীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকার অভিযান চালানো হয়েছে এবং মূল হত্যাকারী এখনো গ্রেফতার করা হয়নি। তবে দুই মালিক এখনো বিভিন্ন এলাকার শ্যামলি পরিবহনের মালিক আপন দুই ভাই রমেন্দ চন্দ্র ঘোষ ও গনেশ চন্দ্র ঘোষের মধ্যে দীর্ঘ দিন ধরে ব্যবসার দ্বন্দ্বের জের চলে আসছিলো। এসময় ব্যবসার দ্বন্দ্বের জের ধরে গত তিন জানুয়ারি রমেন্দ্র চন্দ্র ঘোষের লোক অপহরণ করে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ