ঘন কুয়াশার কারণে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের জয়রামপুরে পূর্বাশা পরিবহন ও দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন পূর্বাশা পরিবহনের চালক মনির’জ্জামান শান্তি (৪০) ও দর্শনা ডিলাক্স পরিবহনের চালক দুলাল (৩০) ও যাত্রী আরজ আলী (২৮)।
দামুড়হুদার থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, শনিবার ভোর থেকে ঘন কুয়াশা ছিল। সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা থেকে দর্শনা অভিমুখে যাচ্ছিল পূর্বাশা পরিবহনের একটি গাড়ি। বিপরীত দিক থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল দর্শনা ডিলাক্স পরিবহনের একটি গাড়ি। দুটি গাড়ি দামুড়হুদা উপজেলার জয়রামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় দুই গাড়ির চালক। অপরজন হলেন দর্শনা ডিলাক্স পরিবহরের যাত্রী মেহেরপুর জেলার মুজিবননগর থানার বাগোয়ান গ্রামের আকসদ্দিন শেখের ছেলে আরজ আলী (২৮)। এ ঘটনাটায় আরো কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন দামুড়হুদা উপজেলার হরিরামপুর গ্রামের শফিকুর রহমানের স্ত্রী কুহেলী খাতুন (২৫), রাজবাড়ি জেলার সুলতানিয়া সরদারের ছেলে হেলাল (৩৬), মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাগোয়ান গ্রামের ফিরোজ আলীর স্ত্রী হানিফা বেগম (২৬), চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা উপজেলার বুইচিত্লা গ্রামের শাহাজান মন্ডলের ছেলে সুজন আলি (২৭), মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাগোয়ান গ্রামের শেখ ওমর আলির স্ত্রী হালিমা খাতুন (৪২), চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের আকবার আলির ছেলে সাবান আলি (৪২), চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের শাহানাজ মন্ডলের ছেলে মারুফ হোসেন (২৫), দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রমের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান (৩৮) ও দামুড়হুদার শিবনগরের বেলী খাতুন (৩২)।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ