বগুড়ার সান্তাহারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থক পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সোহাগ হোসেন চিকিত্সাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা গেছে। এ ঘটনায় আদমদিঘি থানা পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতাসহ ৩ জনকে আটক করেছে। ২ জনের মৃত্যুর ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে সান্তাহারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সান্তাহার শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে দুই দল পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিহত হয়। এরপর সংঘর্ষে আহত শ্রমিকলীগ কর্মী সিএনজি চালক সোহাগ হোসেন (২৬) চিকিত্সাধীন অবস্থায় শনিবার সকাল ১০টায় ঢাকায় মারা যান। দু’জন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকলীগ নেতাকর্মীরা আজ শনিবার বেলা ১১ টায় সান্তাহার শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল চলাকালে সড়কের দুই পাশের বিভিন্ন দোকানপাট ভাংচুর এবং আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম মন্টুর টিনের দোকান, চার্জার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ছুটু’র ফাস্টফুড দোকান ও পাশের মডার্ন হোমিও চিকিত্সালয়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে অটো টেম্পু মালিক শ্রমিক সমিতি ও ব্যাটারী চালিত চার্জার মালিক শ্রমিক সমিতির পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে শহরের সিএসডি গেটের সামনে উভয় দল মুখোমুখি হলে এক সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সান্দিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, বাশেদুল ইসলাম বাদশা, সোহাগ হোসেন, নুর ইসলাম, মতিউর রহমান টিটু, সজলসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ঘটনাস্থলে যুবলীগ নেতা শফিকুল ইসলাম এবং ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় সোহাগ হোসেন (২৬) মারা যায়। নিহত সোহাগ নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে। এদিকে যুবলীগ নেতা শফিকুল ইসলামের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সান্তাহারের সান্দিরা গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। থানা পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার পৌর জাতীয় পার্টির সভাপতি লতিফ সিদ্দিকী, সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু এবং সান্তাহার হাসপাতালে চিকিত্সাধীন আহত সজল হোসেনকে (২৩) আটক করেছে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নিহত শফিকুলের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার সোহাগ হোসেন নামের আরো একজন চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ