নোয়াখালীর সুবর্ণচরে অপহরণের ২১ দিনেও কলেজছাত্রী সুমী রানী মজুমদারকে উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো অপহরণকারী ও তার সহযোগীরা সংখ্যালঘু অসহায় পরিবারটিকে নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত সুমির পরিবার ও সুবর্ণচর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চরবাটা সৈকত ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী সুমী রানী মজুমদারকে কলেজে আসা যাওয়ার পথে স্থানীয় বখাটে সোহাগ প্রায় তাকে উত্যক্ত করতো। গত ১৯ ডিসেম্বর পিশির বাড়ি যাওয়ার পথে সোহাগ ও তার দুই সহযোগী মিলে একটি অটোরিকশায় তুলে সুমীকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন বখাটেদেরকে ধাওয়া করে ধরতে ব্যর্থ হয়। এনিয়ে চরজব্বর থানা পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমশি করে। পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের চাপে মামলা নিলেও অপহৃত সুমিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার তৎপর হচ্ছে না। অসামীরী মামলা তুলে নিতে অসহায় পরিবারটিকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে অপহৃত কলেজছাত্রী সুমির বাবা মা তাদের মেয়েকে উদ্ধার, নিজেদের নিরাপত্তা ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানান।। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুমী রানীর মা লিপি রানী মজুমদার, ভাই সম্পদ মজুমদার ও নিমাই চন্দ্র মজুমদারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ ব্যাপারে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) খন্দকার মো: ইব্রাহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের পক্ষ থেকে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন