নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে তরিকুল ইসলাম (৪৪) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কৃষক তরিকুল উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শুক্রবার বিকালে প্রতিদিনের ন্যায় তরিকুল নীতপুর সীমান্তের ২৩১/২৩২নং মেইন পিলারের পার্শে তার নিজ জমিতে কাজ করছিল। এমন সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে আটক করে নিয়ে যায় এবং রাতেই তাকে ভারতীয় থানায় সোপর্দ করে।’
এরপর বিষয়টি জানতে পেরে তরিকুল ইসলামকে ফেরত পেতে বিএসএফের নিকট চিঠি দেয়ার পর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ সাফ জানিয়ে দেয় যে তরিকুল ইসলামকে তারা ফেরত দেবে না।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ