বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাসের ধাক্কায় ভ্যান গাড়ি উল্টে এর এক যাত্রী নিহত হয়েছে। নিহত হাফিজার রহমান (৩৫) উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলারতাইড় গ্রামের আব্বাস আলীর ছেলে।
জানা গেছে, আজ শনিবার বেলা ২টার দিকে ভ্যান গাড়ি যোগে হাফিজার বাড়ি থেকে সারিয়াকান্দি উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে বড়ইকান্দি নামক স্থানে ওই ভ্যানকে পিছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন হাফিজার। এসময় আহত অবস্থায় তাকে সারিয়কান্দি উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ