সিরাজগঞ্জের তাড়াশে আমবাড়িয়া দাখিল মাদ্রসার এক শিক্ষককে মারপিটের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাড়াশের ৬ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় দিনকালের তাড়াশ প্রতিনিধি আব্দুস সালামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি আমবাড়িয়া দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক নজরুল ইসলামকে কথিত যৌনহয়রানির অভিযোগ এনে এলাকার কতিপয় সন্ত্রাসী মারপিট করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় শিক্ষকের আত্মীয়স্বজন ও স্থানীয়রা আজ শনিবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনের ছবি ও সংবাদ সংগ্রহের জন্য তাড়াশের কর্মরত ৬ জন সাংবাদিক ওই মানববন্ধনে অংশ নেয়। এসময় দোবিলা গ্রামের রুস্তম আলীর ছেলে জহুরুল ইসলামের নেতৃত্বে ১০-১২জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীদের মারপিটে দিনকালের তাড়াশ প্রতিনিধি আব্দুস সালাম, জনতা ও স্বময়ের কণ্ঠস্বরের তাড়াশ প্রতিনিধি আশরাফুল ইসলাম রনি, ইনকিলাবের প্রতিনিধি এমসানোয়ার হোসেন, একুশে সংবাদের সাহেদ খান জয়, বিডিলাইভ ২৪এর সোহেল রানা সোহাগ ও সংবাদ প্রতিদিনের নুর ইসলাম রোমান আহত হয়। এদের মধ্যে আব্দুস সালামকে গুরুতর অবস্থায় প্রথমে তাড়াশ ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাড়াশে কর্মরত সাংবাদিকের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। এ বিষয়ে একটি মামলা করারও কথা রয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, মানববন্ধনের বিষয়টি থানায় আগে থেকে কেউ অবগত করেনি। এছাড়া যৌন হয়রানির বিষয় নিয়ে মানববন্ধন করায় স্থানীয়রা বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/৯ জানুয়ারি ২০১৬/শরীফ