ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মিষ্টি বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বন্দরের ভেতরের সকল কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মোঃ রফিকুজ্জামান।
আজ মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি ইমামুল হক এবং ডিএস সিধু বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী, বিজিবি হিলি চেকপোষ্ট কমান্ডার হাবিদার আলমগীর হোসেনসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের সীমান্ত বাহিনীর মাঝে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে একে অপরকে মিষ্টি উপহার দেওয়া হয়ে থাকে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আবুল কাসেম আজাদ জানান, সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে অন্যান্য সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম পুর্বের ন্যায় অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন