ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলা থেকে হাত-পা বাধা অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের কুঠিপাড়া মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
হরিনাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ও্সি) মাহাতাব উদ্দিন জানান, ওই গ্রামের মাঠে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, ওই যুবকের হাত-পা বাধা ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে। তার পরিচয় জানা যায়নি। কেউ তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ