বাগেরহাটের মোরেলগঞ্জে মিছিল দিয়ে বিএনপির এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হোগলাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী মফিজুল হকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মফিজুল হক জানান, ২৫/৩০জনের একদল দুর্বৃত্ত জয়বাংলা শ্লোগান দিয়ে তার বাড়িতে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ৩টি ককটেল মেরে চলে যায়। থানার ওসি মো. রাসেদুল আলম বলেন, খবর পেয়ে নিকটস্থ মহিশপুরা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রাতে ওই এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। ফাঁড়ির আইসি এএসআই বিশ্বজিত বলেন, ককটেল বিষ্ফোরনের কোন প্রমান পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ