মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা-গোমতী সেতুর উপর সড়ক দুর্ঘটনায় মো. জীবন (৪৫) নামে মোটর সাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে গজারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার হাতকোপা গ্রামের মৃত সামসুল হকের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর পরই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১০ কি: মি: যানজটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মো. হেলাল উদ্দিন জানান, করিমখাঁ ওয়াবদা স্কুলের শিক্ষক মো. জীবন গোমতী সেতুতে উঠতে গেলেই বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থলে ট্রাক ফেলে পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ