মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে পাঁচটার সময় মেহেরপুর ড. শহীদ সামছুজোহা পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬ টার সময় শহীদ স্বৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, সাবেক এমপি জয়নাল আবেদিন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা এতে অংশ নেন। এরপর সকাল ৮টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন পুলিশ, আনছার, বিএনসিসি, রোভার, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে জেলা প্রশাসক শফিকুল ইসলাম সালাম গ্রহণ করনে।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ